ওয়ারলেস্ কমিউনিকেশন সিস্টেম

Untitled-2-Recovered

কোন প্রকার তার ব্যবহার না করেই আদান-প্রদান তথা যোগযোগ করার পদ্ধতিকে ওয়ারলেস্ কমিউনিকেশন সিস্টেম বলে। এর সাহায্যে বিশ্বের যেকোন প্রান্তে অবস্থান করেই একে অন্যের সাথে বিভিন্ন প্রকার যোগাযোগ যেমন- কথা বলা,টেক্সট মেসেজিং,চ্যাটিং ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারে।পড়তে থাকুন “ওয়ারলেস্ কমিউনিকেশন সিস্টেম”

ডেটা ট্রান্সমিশন মোড

এক কম্পিউটার থেকে দূরবর্তী কোন কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা ট্রান্সমিশন মোডকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যেমন—পড়তে থাকুন “ডেটা ট্রান্সমিশন মোড”

ব্যান্ড উইড (Band Width):

এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটাbandwidth ট্রান্সমিশন স্পীড বলে। এ ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ড উইড্থ্ বলা হয়। এই ব্যান্ড উইড্থ্ সাধারণত bit per second (bps) দ্বারা হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা ব্যান্ড উইড্থ্ বলে। যেমন, ২৫৬ kbps বলতে প্রতি সেকেন্ডে ২৫৬ কিলোবিট ডেটা ট্রান্সমিট হয়।পড়তে থাকুন “ব্যান্ড উইড (Band Width):”