ফ্র্রেম (frame) দিয়ে উইন্ডো বিভাজন

মূল ওয়েব পেজটিকে কয়েকটি অংশে বিভক্ত করার জন্য ফ্র্রেমসেট ব্যবহার করা হয়। এবং প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করা যায়।

নিচের html কোডের মাধ্যমে ওয়েবজটিকে মোট তিন রোতে ভাগ করা হয়েছে । এবং মাঝের রো-টিকে দুটি কলামে বিভক্ত করা হয়েছে।পড়তে থাকুন “ফ্র্রেম (frame) দিয়ে উইন্ডো বিভাজন”

ওয়েব পেজে ইমেজ বা গ্র্রাফিক্স

ওয়েব পেজে ইমেজ বা গ্র্রাফিক্স (image in web page)

একটা ওয়েব পেজের গুরুত্বপূর্ণ উপাদান সমূহের একটি হচ্ছে ইমেজ । ওয়েবপেজে ইমেজের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পেজটি ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে ।ওয়েব পেজে ইমেজ বা ছবি যুক্ত করার জন্য ট্যাগটি হচ্ছে <img> । এর কোন শেষ ট্যাগ নেই। শুধুমাত্র <img> দিয়ে কোন কাজ হয় না, এর সাথে সবসময়ই src এট্রিবিউটটি ব্যবহার করতে হয়। যেমন <img src=”img.png”> , তাহলে img.png ইমেজটি প্রদর্শিত হবে।পড়তে থাকুন “ওয়েব পেজে ইমেজ বা গ্র্রাফিক্স”

ওয়েব পেজে টেবিল প্রদর্শন

ওয়েব পেজে টেবিল প্রদর্শন দর্শন (presenting table in webpage):

HTML– Table ট্যাগের বিবরণ

  1. <table>          টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
  2. <th>                 টেবিলের হেডার তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
  3. <tr>                  টেবিলের সারি(row) তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
  4. <td>                 টেবিলের সেল বা ডেটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
  5. <caption> টেবিলের ক্যাপশন সেট করার জন্য ব্যবহার করা হয়।
  6. <colgroup> একের অধিক কলামকে গ্রুপ করার জন্য ব্যবহার করা হয়।
  7. <thead> টেবিলের হেডার সেট করার জন্য ব্যবহার করা হয়।
  8. <tbody> টেবিলের বডি সেট করার জন্য ব্যবহার করা হয়।
  9. <tfoot> টেবিলের ফুটার সেট করার জন্য ব্যবহার করা হয়।
  10. <rowspan > একাধিক রো সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
  11. <colspan> একাধিক রো সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
  12.  <Cellspacing> টেবিলে সেলের মধ্যে ফাঁকা স্থান নির্ধারণ করে।
  13. <Cellpadding> টেবিলে সেল এবং সেলের কনটেন্ট এর মধ্যে ফাঁকা স্থান নির্ধারণ করে।

পড়তে থাকুন “ওয়েব পেজে টেবিল প্রদর্শন”