তারবিহীন মাধ্যম (Wireless Medium)

তারের সাহায্য ছাড়া আমরা যে পদ্ধতিতে দুই বা ততোধিক ডিভাইসের মধ্য তথ্য আদান প্রদান করতে পারি তাকে তারবিহীন মাধ্যম বলে। ওয়্যারলেস সংকেত প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত কয়েকটি উপায়ে যায়।

iospier.png

গ্রাউন্ড প্রোপাগেশন: ভূমি থেকে প্রেরণ করা হয় এবং সংকেত প্রেরক অ্যান্টেনা থেকে বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারিদিকে ছড়িয়ে পড়ে। সংকেত শক্তি যত বেশি তত দুরত্বে তা অতিক্রম করে।

স্কাই প্রোপাগেশন: আকাশের দিকে প্রেরণ করা এবং আয়নস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে তা ভুমিতে ফিরে আসে। এইভাবে অল্পশক্তি ব্যবহার করেও অনেক দুর পর্যন্ত বেতার সংকেত পাঠানো যায়।

লাইন অফ সাইট প্রোপাগেশন: বেতার তরঙ্গ দৃষ্টিরেখার (Line-of-sight)মধ্যে সোজাসুজি প্রেরণ করা হয়।

তারবিহীন মাধ্যম তিন ধরণেরযথা:

source.gif
১) রেডিও ওয়েভ (Radio wave)

পড়তে থাকুন “তারবিহীন মাধ্যম (Wireless Medium)”

ওয়েব সাইট ডিজাইন ও পাবলিশিং

 ওয়েবপেইজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট: ওয়েবসাইটের কনটেন্টগুলো বিভিন্ন ওয়েবপেইজের কোন অংশে কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারন করাকে ওয়েবপেইজ ডিজাইন বলা হয়। ওয়েবপেইজ ডিজাইন সাধারণত গ্রাফিক্স সফটওয়্যার যেমন ফটোশপ দিয়ে করা হয় এবং তা পরবর্তীতে HTML ব্যবহার করে ওয়েবপেইজ ডেভেলপ বা তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন সার্ভার-সাইড স্ক্রিপটিং ভাষা ব্যবহার করে ডেটাবেজ থেকে ডেটা ওয়েবপেইজে প্রদর্শন করা হয়।  অর্থাৎ ওয়েবপেইজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে একটি পুর্নাংগ ওয়েবসাইট তৈরি করা হয়।পড়তে থাকুন “ওয়েব সাইট ডিজাইন ও পাবলিশিং”

কমিউনিকেশন এর মৌলিক ধারনা (Basic Concept Of Communication):

comকমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে “যোগাযোগ”।প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন ভাবে নিজেদের মধ্যে তথ্য বা ভাবের বিনিময় করে আসছে। তখন থেকে ধীরে ধীরে এই Communication বা যোগাযোগ প্রক্তিয়ায় এসেছে আধুনিকতা গতিশীলতা এবং নির্ভরতা। নির্ভরতা কেন বললাম? কেননা যোগাযোগ ছাড়া সম্পূর্ন পৃথিবীই অচল।পড়তে থাকুন “কমিউনিকেশন এর মৌলিক ধারনা (Basic Concept Of Communication):”