বিশ্বগ্রামের সুবিধা

 

  1.  পৃথীবিটা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে।
  2.  বিশ্বগ্রামের ফলে দূরত্বের ব্যবধান এখন আর দূরত্ব বলে গণ্য হয়না।
  3.  অতি সহজে যোগাযোগ বিশ্বের সকল প্রান্তে যোগাযোগ করতে পারছে।
  4.  ইন্টানেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর অতি অল্প সময়ে নেয়া যাচ্ছে।
  5. আউটসোর্সিংয়ের মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের কোনো বায়ারের কাজ করে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারছে।
  6. ই-লার্ন‌িং এর মাধ্যমে ঘরে বসেই বিশ্বের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাসেবা গ্রহণ করতে পারছে।  অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ই- কমার্সের মাধ্যমে ব্যবসা -বাণিজ্য পরিচালনা করতে পারছে।
  7.  টেলিমেডিসিন সেবার মাধ্যমে নিজ দেশে থেকেই বিশ্বের অন্য কোনো দেশের দক্ষ চিকিৎসকের ব্যবস্থাপথ্য নিতে পারছে।
  8.  সাংস্কৃতিক তথ্যাদি বিনিময় করতে পারছে।
  9. গবেষনার কাজে বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে।